দাউদাউ করে জ্বলে গেল কলকাতা থেকে ওড়িশাগামী বাস

রাস্তার মধ্যে মুহূর্তেই দাউদাউ করে জ্বলে গেল আস্ত বাস। শুক্রবার ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর লোকাল থানার মাদপুরের কাছে। জানা যায়, কলকাতা থেকে ওড়িশার উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি। তবে এখনও পর্যন্ত মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি।

ঘটনায় প্রকাশ, শুক্রবার বিকেল ৫টা নাগাদ কলকাতার বাবুঘাট থেকে রওনা দেয় বাসটি। গন্তব্য ওড়িশার পারাদ্বীপ। কিন্তু রাত ৯টা নাগাদ বাসটি যখন খড়্গপুর গ্রামীণ থানার মাদপুর এলাকা দিয়ে যাচ্ছে, তখনই ইঞ্জিনে আগুন লেগে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলের দিকে রওনা দেয় দমকলের একটি ইঞ্জিন। তার মধ্যে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। ইতিমধ্যে বেশ কয়েক জন যাত্রীর আহত হওয়ার খবর মিলেছে। কেউ জানলা দিয়ে, কেউ দরজা দিয়ে ঝাঁপ দেন নীচে।

কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ইঞ্জিনে গোলযোগের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে প্রাথমিক তদন্তে অনুমান দমকলের। সূত্রের খবর, বাসটিতে ৪৫ থেকে ৫০ জন যাত্রী ছিলেন।

Related posts

উলুবেড়িয়ায় ভোটের ডিউটিতে এসে মহিলার শ্লীলতাহানির অভিযোগ বিএসএফ জওয়ানের বিরুদ্ধে

বিজেপিতে বড় ধাক্কা! ভোটের মধ্যেই তৃণমূলে যোগ দিলেন বিদায়ী সাংসদ

সুন্দরবনে চোরাশিকারিদের হাতে খুন বনকর্মী, তদন্তে পুলিশ