আরজি কর কাণ্ডের তদন্তে সিটের সদস্য বাড়াল কলকাতা পুলিস

কলকাতা: তদন্তের সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সে কথা মাথায় রেখে সিটের সদস্য বাড়াল কলকাতা পুলিস। আরজি করের ঘটনায় তদন্তে উত্তীর্ণ হতে আরও শক্তি বাড়াল সিট।

আরজি কর কাণ্ডে যে বিশেষ তদন্তকারী দল গঠন হয়েছিল, তাতে প্রথমে ছিলেন সাত জন সদস্য। এ বার সেই সদস্য সংখ্যা বাড়িয়ে ১২ করা হয়েছে। এ ছাড়াও সিটের তদন্তকারী অফিসারদের সাহায্য করতে থাকছেন ১৫০ জন পুলিশকর্মী।

ইতিমধ্যে এক জনকে গ্রেফতার করা হয়েছে। আন্দোলনকারীরা সন্দেহ করছেন, একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারেন এই ঘটনায়। সে ক্ষেত্রে যদি সত্যিই এ ঘটনায় আরও কেউ জড়িত থাকেন, তাঁদের রবিবারের মধ্যে খুঁজে বের করতে গেলে এই তদন্তে একটি বড় দলের প্রয়োজন। সেই কারণেই সিটের সদস্য সংখ্যা আরও বাড়ানো হল বলে অনুমান বিভিন্ন মহলের।

অন্যদিকে, এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা বা কেউ ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কেউ সুপারি দিয়ে এই ঘটনা ঘটিয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এর জন্য গত ৩০ দিনের ফুটেজ সংগ্রহ করছে কলকাতা পুলিস। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ধর্ষণ, খুনের ঘটনায় যারা গুজব ছড়াচ্ছেন তাঁদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নিতে চলেছে কলকাতা পুলিস।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন