কলকাতায় ফের নামল তাপমাত্রা, পাহাড়ে বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: মঙ্গলবার সকালে সামান্য কুয়াশা দেখা গেল শহরের আকাশে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই।

এ দিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি বেশি। গতকাল এই তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। অন্য দিকে, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি থেকে সামান্য বেড়ে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৪ থেকে ৯৪ শতাংশ।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গে বিশেষত দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ বুধবার পর্যন্ত বৃষ্টি হতে পারে পাহাড়ে। এছাড়া রাজ্যের আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদদের মতে, আপাতত সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রির কাছাকাছি থাকবে। শীতের দাপট জারি থাকবে। পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি বা তার নীচে নামতে পারে তাপমাত্রা।

Related posts

মালদহে বজ্রপাতে মৃত অন্তত ১১, দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা

ফিরছে তাপপ্রবাহ, কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস

২ তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি, বিজেপির অভিযোগে পাত্তা দিল না কমিশন