মাঘের শীতে আর পৌষের মতো কাঁপুনি নেই। ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা, ঠান্ডার ঝাঁজও কমছে। সোমবার Kolkata-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ এলাকাতেই পারদ ঊর্ধ্বমুখী ছিল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন এই উর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকবে।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তা সামান্য বেড়ে দাঁড়ায় ১৩.৪ ডিগ্রিতে, যা স্বাভাবিকের তুলনায় এখনও ১.১ ডিগ্রি কম। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি কম। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এখন রাতের তাপমাত্রা ১০ ডিগ্রির উপরে উঠে গিয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপাতত শুকনো আবহাওয়া থাকবে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। দৃশ্যমানতা কমে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে। কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে, যেখানে দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত কমতে পারে।
সোমবার দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে শীতলতম ছিল নদিয়ার কল্যাণী—৯.৬ ডিগ্রি সেলসিয়াস। পানাগড়ে তাপমাত্রা নেমেছিল ৯.৮ ডিগ্রিতে। উত্তরবঙ্গে দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৪ ডিগ্রি এবং কালিম্পঙে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার উপকণ্ঠ সল্টলেকে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১৪.৩ ডিগ্রি সেলসিয়াসে।