কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা এ বার ১০-এর ঘরে

কলকাতা: বৃহস্পতিবার ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতায় তাপমাত্রার পারদ নেমে এল ১০-এর ঘরে।

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুসারে,শুক্রবার এই মরশুমের শীতলতম দিন। এ দিন সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমে হয়েছে ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। দিনভর স্বাভাবিকের থেকে কমই থাকবে তাপমাত্রা। অন্য দিকে, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

জেলাগুলিতেও জাঁকিয়ে ঠাণ্ডা। রেকর্ড পারদপতন হয়েছে পশ্চিমের জেলাগুলিতে। অবাধ উত্তুরে হাওয়াতে কনকনে ঠাণ্ডা জেলায় জেলায়। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে শীতের জাঁকে জবুথবু মানুষ। ঝাড়খণ্ড ও বিহার সংলগ্ন জেলাগুলিতে শৈত্য প্রবাহের মতন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাও থাকছে।

বৃহস্পতিবার বর্ধমানের পারদ নেমেছিল ৮.৬ ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবার সেখানে তাপমাত্রা কমেছে আরও কিছুটা। পশ্চিমাঞ্চলের জেলায় তাপমাত্রা আট ডিগ্রি বা তার নীচে নামতে পারে। দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়েছে। দার্জিলিঙে তাপমাত্রা নেমেছে ৪ ডিগ্রিতে। কালিম্পঙে ৭ ডিগ্রিতে।

Related posts

‘বেরিয়ে যেতে পারেন’, অধীরকে কড়া কথা শুনিয়ে দিলেন খাড়্গে

কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ২

তাপপ্রবাহের মতো পরিস্থিতির মধ্যেই বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়