জল্পনাকে সত্যি করে আজ তৃণমূলে ফিরলেন কৃষ্ণ কল্যাণী

ডেস্ক: জল্পনাকে সত্যি করে আজ তৃণমূলে ফিরলেন কৃষ্ণ কল্যাণী। আজ বুধবার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে তিনি তুলে নিলেন দলীয় পতাকা। তাঁর দাবি, ‘বিজেপিতে কাজের পরিবেশ নেই, শুধুই ষড়যন্ত্র চলছে। তাই এই দলবদল।’ বিধায়কের কথায়, ‘মমতা যা বলেছেন সেই কথা রেখেছেন।’স্বাভাবিকভাবেই আরও বিধায়ক সংখ্যা কমল গেরুয়া শিবিরের।


তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে কৃষ্ণ কল্যাণী বলেন, ‘‌বিজেপিতে ভাল কাজের মূল্যায়ন নেই। যা আছে তা শুধুই ষড়ষন্ত্র। এভাবে কোনওদিনও ভাল কাজ করা যায় না। প্রতিশ্রুতি রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তাতেই অনুপ্রাণিত হয়ে যোগ দিলাম। মা–বোনেদের জন্য অনেক কাজ করেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র মানুষের জন্য কাজ করছে না। তাই দলবদলের সিদ্ধান্ত।’‌

আরও পড়ুন: নিরপেক্ষ কমিটি দিয়ে পেগাসাস কাণ্ডের তদন্ত: সুপ্রিম কোর্ট


দেবশ্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি, তৃণমূলে যোগদানের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ‘এক বছরের সনাতন’ বলে কটাক্ষ করেন কৃষ্ণ কল্যাণী। বিধায়ক বলেন, ‘উনি নিজেকে বলেন যে উনি সনাতন ধর্মে বিশ্বাসী। এক বছর আগে বলতেন বিজেপি হটাও, দেশ বাঁচাও। এখন বলছেন তৃণমূল হটাও। তার মানে উনি এক বছরের সনাতন। আর আমি ৪৪ বছরের সনাতন। আমাকে কী ওনার কাছ থেকে সনাতন ধর্ম শিখতে হবে?’


পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘উনি বিজেপির টিকিটে বিধায়ক হলেও মনে প্রাণে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাসী, তৃণমূল কংগ্রেসের উন্নয়নে বিশ্বাসী তাই তৃণমূলে ফিরলেন কৃষ্ণ কল্যাণী।’

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন