বাংলার অতিরিক্ত দায়িত্বে মণিপুরের রাজ্যপাল লা গণেশন

বাংলার অস্থায়ী রাজ্যপাল হিসাবে শপথ নিলেন লা গণেশন (La Ganesan)। মণিপুরের পাশাপাশি বাংলার রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন তিনি। সোমবার সন্ধেয় রীতি মেনে তাঁকে শপথবাক্য পাঠ করান কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।

শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্যের শাসকদলের সাংসদ, বিধায়করা। ছিলেন বাংলার সদ্যপ্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের স্ত্রী সুদেশ ধনখড়ও।

উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন ধনখড়। তার আগেই বাংলার রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। তাঁর বদলে আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে। পরবর্তী সময়ে স্থায়ী রাজ্যপাল হিসেবে বেছে নেওয়া হবে অন্য কাউকে। মনে করা হচ্ছে, রাষ্ট্রপতি-উপরাষ্ট্রপতি নির্বাচন মেটার পরই বাংলার স্থায়ী রাজ্যপালের নাম ঘোষণা করা হবে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন: বিজেপির বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ চন্দ্রিমার

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন