প্রয়াত সঙ্গীতশিল্পী এবং সন্তুরবাদক পণ্ডিত শিবকুমার শর্মা। মঙ্গলবার মুম্বইয়ে নিজের বাড়িতেই হৃদ্রোগে আক্রান্ত হন শিবকুমার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর। পণ্ডিত শিবকুমার শর্মার মৃত্যুতে শোকের ছায়া গোটা দেশের সংস্কৃতিপ্রেমীদের মনে। ট্যুইট করে শোকবার্তা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গত ৬ মাস ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন শিবকুমার শর্মা। নিয়মিত ডায়ালিসিস চলত তাঁর। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীতজগত।
উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে ‘সন্তুর’ নামে বাদ্যযন্ত্রটির আগে তেমন পরিচিতি বা মর্যাদা ছিল না। সেই যন্ত্রকে শাস্ত্রীয় সঙ্গীতের মূল ধারায় আনার কৃতিত্ব পণ্ডিত শিবকুমার শর্মার। শুধুই শাস্ত্রীয় সংগীত নয়। বলিউড ছবিতেও পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশির সঙ্গে মিশে যায় শিবকুমারের সন্তুরের ছন্দ। ‘সিলসিলা’, ‘ডর’, ‘চাঁদনি’, ‘লমহে’র মতো জনপ্রিয় ছবিতে শিব-হরি জুটির সুর আজও জনপ্রিয় সংগীতপ্রেমীদের মধ্যে। ২০০১ সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন। এছাড়াও পেয়েছেন সংগীত নাট্য অ্যাকাডেমি-সহ নানা জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার।