উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

ডেস্ক: সকাল থেকে আকাশের মুখ ভার। সকালেই কোনও কোনও জায়গায় দু-এক ফোঁটা বৃষ্টি হয়েছে। আজও দিনভর দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস।কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।


আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের ওপর দিয়ে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত। তার জেরে, বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেই বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। উত্তরবঙ্গে  বিক্ষিপ্ত বৃষ্টি হবে। 


আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আজ রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে, এমনটাই খবর। আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। বিহার থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার জন্যই এই বৃষ্টিপাতের প্রাবল্য বৃদ্ধি। এর পাশাপাশি মৌসুমি বায়ুঅ সক্রিয় হয়ে ওঠায়   বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বিরোধিতা ছেড়ে মানুষের দুর্দশা দূর করুন, শুভেন্দুকে আক্রমণ রাজীবের

 
আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১০ জুলাই শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আগামী দিন পাঁচেকে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

Related posts

অবশেষে দেখা গেল বৃষ্টির সম্ভাবনা! কবে থেকে?

সাতসকালে বড়বাজারে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, আজ শুনানি সুপ্রিম কোর্টে