Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
২৬/১১ এর মতো ভারতে ফের নাশকতার ছক! মহারাষ্ট্র উপকূল থেকে বাজেয়াপ্ত অস্ত্র বোঝাই দুটি নৌকো - NewsOnly24

২৬/১১ এর মতো ভারতে ফের নাশকতার ছক! মহারাষ্ট্র উপকূল থেকে বাজেয়াপ্ত অস্ত্র বোঝাই দুটি নৌকো

২৬/১১ এর মতো ভারতে ফের নাশকতার ছক! মহারাষ্ট্রের রায়গড় উপকূল থেকে বাজেয়াপ্ত করা অস্ত্র বোঝাই দুটি নৌকো। মহারাষ্ট্রের রায়গড়ে ধরা পড়ল একটি অস্ত্রবোঝাই নৌকো। ওমানের ওই নৌকোটি থেকে উদ্ধার হল এ কে ৪৭ রাইফেল-সহ বিপুল অস্ত্র। বৃহস্পতিবার ওই সন্দেহজনক নৌকোটি চোখে পড়ে রায়গড় জেলার হরিহরেশ্বর উপকূলে। ওই অস্ত্র উদ্ধারের পর হাই অ্যালার্ট জারি করা হয়েছে গোটা রায়গড় জেলায়।

এই অস্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মুম্বই জুড়ে। এর আগে ২৬/১১ তে মুম্বই হামলার সময় এভাবেই ভারতে অনুপ্রবেশ করেছিল হামলাকারীরা। সেরকমই কোনও হামলার পুনরাবৃত্তির ছক কি না তা নিয়ে উদ্বিগ্ন মহারাষ্ট্র প্রশাসন। 

উল্লেখ্য, কিছুদিন বাদেই মহারাষ্ট্রে সমারোহে পালন হবে গণেশ চতুর্থী। এই উৎসব উপলক্ষে বহু মানুষের জমায়েত হয় এই উৎসব উপলক্ষে। আর নৌকো উদ্ধারের স্থান থেকে মুম্বইয়ের দূরত্ব ২০০ কিলোমিটার। তাই এরকম বড় উৎসবের আগে এই অস্ত্রবোঝাই নৌকো উদ্ধারে চিন্তিত প্রশাসন।

মহারাষ্ট্র পুলিশ সূত্রে খবর, ওই সন্দেহজনক নৌকোটি থেকে উদ্ধার হয়েছে ৩টি একে ৪৭ রাইফেল ও ২৪০টি গুলি। বোটটিকে এখনওপর্য়ন্ত সমুদ্রের তিরে আনা হয়নি। সেটিকে ঘিরে রেখেছে উপকূলরক্ষী বাহিনী। ঘটনাস্থালে পৌঁছে গিয়েছে এটিএস ও বোম্ব ডিস্পোজাল টিম। বোটটিতে কারা ছিল তা নিয়ে এখনওপর্যন্ত কিছু বলছে না পুলিশ। ঘটনাস্থলে মিডিয়ার লোকজনকে ঘেঁসতে দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন :

আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি! শিশির, শুভেন্দু, দিলীপ-সহ ১৭ নেতার বিরুদ্ধে হাই কোর্টে মামলা

কলকাতায় ৩০টি জায়গায় আয়কর হানা! শহর জুড়ে তল্লাশি

বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লি ও কলকাতা

২৪ বছর পর ফুটলো ফুল, সুবাস নয়, বের হয় পচা মাংসের গন্ধ!

Related posts

‘পাল্টাবেন আপনারা’, মোদীর ‘বাংলায় সরকার’ পাল্টানোর স্লোগানের পাল্টা অভিষেক

বন্দে ভারত স্লিপার ও অমৃত ভারত ২ -এ শুধুই কনফার্ম টিকিট ভ্রমণ করা যাবে

গীতাপাঠের নামে কলেজে ৪০ হাজার টাকার চাঁদার বিল! টাকা দেওয়া যাবে না, নির্দেশ মন্ত্রী বিরবাহার,