বিশ্ব জুড়ে শুরু হয়েছে করোনার থার্ড ওয়েভ বা তৃতীয় ঢেউ, এমনটাই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ দের একটা বড় অংশ। আর সেই তৃতীয় ঢেউ এর ধাক্কায় আক্রান্ত হচ্ছেন একের পর এক রথী মহারথীরা।
করোনা আক্রান্তদের সেই ভিভিআইপি তালিকায় এবার ঢুকে গেল বিশ্ব বিখ্যাত দুই ফুটবলার। করোনা আক্রান্ত এই দুই বিশ্ব খ্যাত ফুটবলার হলেন মেসি ও রোনাল্ডো।
মেসি ছাড়াও করোনা আক্রান্ত হয়েছেন মেসির এই মুহুর্তের ক্লাব পিএসজি-র আরও বেশ কয়েকজন ফুটবলার ও সাপোর্ট স্টাফ। জানা গিয়েছে শনিবার রাতেই করোনা আক্রান্ত হন লিওনেল মেসি।
অপরদিকে করোনা আক্রান্ত আরও এক বিশ্ব বিখ্যাত ফুটবলার ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম প্রধান সদস্য রোনাল্ডো । এই মুহূর্তে রোনাল্ডো ব্রজিলের ক্রুজেইরো ক্লাব এর সঙ্গে যুক্ত। সেই ক্লাবের তরফেই জানানো হয়েছে তাঁর এই করোনা আক্রান্ত হওয়ার কথা