প্রথম পাতা খবর ‘বৈধ’ শিক্ষকদের তালিকা বুধবারের মধ্যে পাঠানো হবে স্কুল শিক্ষা দফতরে, ঘোষণা এসএসসি-র

‘বৈধ’ শিক্ষকদের তালিকা বুধবারের মধ্যে পাঠানো হবে স্কুল শিক্ষা দফতরে, ঘোষণা এসএসসি-র

222 views
A+A-
Reset

চলতি সপ্তাহের বুধবারের মধ্যে ‘নিষ্কলঙ্ক’ তথা বৈধ শিক্ষকদের নামের তালিকা পাঠানো হবে স্কুল শিক্ষা দফতরে। মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা করল এসএসসি। জানানো হয়েছে, এই তালিকা তিনটি ধাপে পাঠানো হবে।

এসএসসি-র এক কর্তা বলেন, “যাঁদের নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা-সহ কোনও স্তরেই অনিয়ম নেই, তাঁদেরই তালিকা তৈরি করা হচ্ছে।” আন্দোলনরত শিক্ষকদের মধ্যে থেকে কয়েক জনকে এই তালিকা দেখতে ডেকে পাঠানো হয়েছে এসএসসি দফতরে।

তবে তালিকা ঘিরে ইতিমধ্যেই সন্দেহ প্রকাশ করেছেন একাংশ চাকরিহারা শিক্ষক। এক আন্দোলনকারী জানান, “তালিকায় যদি কোনও কারচুপি দেখি, তবে সেটা প্রত্যাহার করিয়ে ছাড়ব।”

প্রসঙ্গত, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করার দাবিতে সোমবার সন্ধ্যা থেকে এসএসসি দফতরের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন চাকরিহারারা।  তালিকা প্রকাশ ও তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ ঘিরে ফের উত্তেজনা তৈরি হয়েছে চাকরিপ্রার্থীদের মধ্যে।

আরও পড়ুন: অযোগ্য তালিকার বাইরে রয়েছেন ১৭,২০৬ জন , আন্দোলনকারীদের বিশেষ বার্তা শিক্ষামন্ত্রীর

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.