ট্রেন চলাচল নিয়ে বিকেল থেকে চূড়ান্ত যাত্রী বিক্ষোভ। আর বিক্ষোভের জেরে তড়িঘড়ি বদলে দেওয়া হল লোকাল ট্রেন এর সময় সূচি। সন্ধ্যা সাতটায় নয়, আজ সোমবার থেকেই শেষ লোকাল ট্রেন ছাড়বে রাত দশটায়। বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা রাজ্য প্রশাসনের।
রবিবারের সিদ্ধান্ত অনুযায়ী বলা হয়েছিল, সোমবার থেকে শেষ লোকাল ট্রেন ছাড়বে সন্ধ্যা ৭টায়। সেই মত প্রস্তুতি নিয়েছিল রেল কর্তৃপক্ষ।
কিন্তু বাস্তবে দেখা যায়, সোমবার বিকেল থেকেই চূড়ান্ত বিক্ষোভ শুরু হয়ে যায় হাওড়া এবং শিয়ালদহ উভয় ডিভিশনে।
এর পরপরই পরিস্থিতি বুঝে তড়িঘড়ি আগের দিন ঘোষণা করা সিদ্ধান্ত বদলে গেল। নতুন ঘোষণা অনুযায়ী আপাতত প্রতিদিন লোকাল ট্রেন চলবে রাত দশটা পর্যন্ত। অর্থাৎ কোনও প্রান্তিক স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়বে রাত দশটার মধ্যে নির্দিষ্ট সূচি অনুযায়ী।