পৃথক উত্তরবঙ্গের ইস্যুতে দিলীপ ঘোষের বিরোধিতায় লকেট

ডেস্ক: উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবি তুলেছিলেন আলিপুরদুয়ারের সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রী জন বার্লা। শনিবার জলপাইগুড়িতে তাঁর পাশে বসে আলাদা রাজ্যের দাবি উস্কে দেন দিলীপ। তখন ইস্যুতে দিলীপ ঘোষের পাশে দাঁড়ালেন না লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহারা। পৃথক উত্তরবঙ্গের দাবির বিরোধিতা করেন দু’জনেই।হুগলির বিজেপি সাংসদ বলেন,’বাংলা কখনও ভাগ হতে পারে না।’    
বাংলা ভাগ প্রসঙ্গে লকেট বলেন,’আমরা কখনও চাই না। বাঙালির সংস্কৃতি, বাঙালির বিচারধারা সম্পূর্ণ অন্যরকম। আমরা সকলে একসঙ্গে বাস করি। বাংলা আমাদের কাছে খুব প্রিয়। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম- বাংলা বাংলাতেই থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুর রাখিবন্ধন উৎসব পালন করেছিলেন। রবীন্দ্রনাথকে হৃদয়ে রেখে বাংলা কখনও ভাগ হতে পারে না।’

আরও পড়ুন: আর্থিক তছরুপের অভিযোগে প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে গ্রেফতার করল বাঁকুড়া পুলিশ


একই সুর রাহুল সিনহার গলাতেও। তিনি বলেন, “বাংলা ভাগ নিয়ে পার্টির কোনও নীতি নেই। আমরা বাংলা ভাগের বিরুদ্ধে।” পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবির পালটা জবাব দিয়েছে তৃণমূল। এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “ভাগাভাগির জন্য দেশের অনেক ক্ষতি হয়েছে। আর চাই না ভাগ হোক। আমরা বাংলাকে ভাগ করতে দেব না।”

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক