আফগানিস্তান থেকে ভারতে প্রবেশ করলেই দেওয়া হচ্ছে পোলিয়ো প্রতিষেধক

ডেস্ক: আফগানিস্তান থেকে ভারতে যাঁরা প্রবেশ করছেন তাঁদের প্রথমে পোলিয়ো প্রতিষেধক খাওয়াচ্ছে ভারত। বিমাবন্দরেই তাঁদের পোলিয়ো প্রতিষেধক খাওয়ানো হচ্ছে। দিল্লি বিমানবন্দরে পৌঁছতেই তাদের করোনা পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে পোলিও ভ্য়াকসিন দেওয়ার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।


ভারত পোলিও মুক্ত হয়েছে অনেক আগেই, কিন্তু প্রতিবেশী আফগানিস্তানে এখনও পোলিওর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ভারতে ঠাঁই পাওয়া আফগান নাগরিকদের মাধ্যমে যাতে ফের পোলিও না ছড়ায়, সেই কারণেই সময় নষ্ট না করে টিকাকরণের সিদ্ধান্ত নিল ভারত সরকার।

আরও পড়ুন: পৃথক উত্তরবঙ্গের ইস্যুতে দিলীপ ঘোষের বিরোধিতায় লকেট


একটি ছবি টুইট করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী লিখেছেন,’আফগানিস্তান (Afghanistan) থেকে আসা লোকেদের বিনামূল্যে পোলিও টিকা- ওপিভি এবং এফআইপিভি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংক্রামক পোলিও ভাইরাস রুখতে এটা আগাম ব্যবস্থা। জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে স্বাস্থ্য কর্মীদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের ছবি দেখুন।’

Related posts

আজ ঝাড়গ্রাম ও ঘাটালে নির্বাচনী জনসভা, খড়্গপুরে রোড-শো মমতার

রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগের দাবি, রাজভবন ঘেরাও তৃণমূল শিক্ষা সেলের

ফের তাপপ্রবাহের পরিস্থিতি, শুক্রবার কোন কোন জেলায় হাঁসফাঁস অবস্থা