200
কলকাতা: পশ্চিমবঙ্গের সাতটি-সহ দেশের মোট ৪৯টি আসনে ভোটগ্রহণ হয়ে গেল সোমবার। পঞ্চম দফার এই ভোটগ্রহণে দেশের গড় ভোটদানের হারের তুলনায় বাংলা ভোটের হার অনেকটাই বেশি।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাতে সাড়ে ১১টা পর্যন্ত দেশের ৪৯টি আসনে রাত ৬০.০৯ শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে বেশি পড়েছে পশ্চিমবঙ্গে। কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গের সাতটি আসনে ভোটদানের হার ৭৪.৬৫ শতাংশ।
প্রসঙ্গত, বাংলার ৭, বিহারের ৫, ঝাড়খণ্ডের ৩, মহারাষ্ট্রের ১৩, ওড়িশার ৫, উত্তরপ্রদেশের ১৪ আসনে ভোটগ্রহণ ছিল সোমবার। এছাড়া জম্ম ও কাশ্মীরের ১টি এবং লাদাখের ১টি কেন্দ্রে ছিল ভোটাভুটি।