ভোট প্রচারে জমজমাট উত্তরবঙ্গ, সভা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর

কলকাতা: বৃহস্পতিবার লোকসভা ভোটের প্রচারে জমজমাট উত্তরবঙ্গ। এ দিন রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলীয় প্রার্থীর সমর্থনে কোচবিহারের রাসমেলা ময়দানে সভা করবেন তিনি। অন্য দিকে, আজ কোচবিহারেরই মাথাভাঙায় সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত মার্চ মাসে আরামবাগ, কৃষ্ণনগর, বারাসত ও শিলিগুড়িতে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে, লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর বৃহস্পতিবারই প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। এ দিন কোচবিহারের একটি জনসভায় অংশ নেবেন তিনি।

এ দিন কোচবিহারের বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সমর্থনে জনসভা করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টেয় কোচবিহারের রাসমেলা ময়দানে হবে এই জনসভা।

অন্য দিকে, আজ থেকেই উত্তরবঙ্গে ভোটপ্রচার শুরু করে দিচ্ছেন মমতা। প্রথম সভাটি হবে কোচবিহারের মাথাভাঙার গুমানির হাট উচ্চ বিদ্যালয়ের মাঠে। তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বাসুনিয়ার সমর্থনে সভা করবেন। দ্বিতীয় জনসভাটি হবে জলপাইগুড়ির মাল আদর্শ বিদ্যাভবনের মাঠে। সেখানকার প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে সভা করবেন তিনি।

Related posts

ফের শুরু হতে চলেছে বৃষ্টি-পর্ব, চলবে কত দিন

রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সঙ্ঘের একাংশ সরাসরি রাজনীতি করছে, ক্ষোভ মমতার

আন্তর্জাতিক মিউজিয়াম দিবসে কলকাতা জাদুঘর জমজমাট সাধারণ মানুষের ভিড়