লোকসভা ভোট কবে থেকে শুরু হবে? কবে প্রকাশ পাবে নির্ঘণ্ট?

নয়াদিল্লি: লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়ল বলে! আগামী ১৪ মার্চ সম্ভবত ঘোষণা হতে চলেছে আসন্ন লোকসভা ভোটের নির্ঘণ্ট! জাতীয় নির্বাচন কমিশন সূত্রে এমনই খবর মিলেছে।

লোকসভা ভোট নিয়ে প্রস্তুতি তুঙ্গে নির্বাচন কমিশনের। অন্য দিকে, রাজনৈতিক দলগুলোও প্রার্থী বাছাই, প্রচার পরিকল্পনা-সহ আনুষঙ্গিক বিষয় নিয়ে ব্যস্ত। এ সবের মাঝেই প্রশ্ন উঠছে ২০২৪ সালের লোকসভা ভোট কবে থেকে শুরু হবে? কবে প্রকাশ পাবে নির্ঘণ্ট?

গত একমাস ধরে রাজ্যগুলির ভোট প্রস্তুতি খতিয়ে দেখছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আগামী ৩ মার্চ থেকে পশ্চিমবঙ্গে তাঁদের সফরসূচি শুরু হচ্ছে। রাজ্যের নির্বাচন প্রস্তুতি খতিয়ে দেখে ৫ মার্চ দিল্লি যাবেন কমিশনের সদস্যরা। এরপর তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং জম্মু-কাশ্মীরের ভোট প্রস্তুতি খতিয়ে দেখার কথা তাঁদের।

সব মিলিয়ে কমিশনের ফুল বেঞ্চের সফরসূচি শেষ হচ্ছে ১৩ মার্চ। তার পরের দিন, অর্থাৎ ১৪ মার্চ আগামী লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কমিশন সূত্রে খবর।

প্রসঙ্গত, এ ক্ষেত্রে ২০১৯ সালের লোকসভা ভোটের নির্ঘণ্টের মতোই সাজানো হতে পারে এ বারের নির্ঘণ্ট। সে বার সাতটি দফায় ভোটগ্রহণ হয়েছিল দেশের ৫৪৩টি আসনে। প্রথম থেকে সপ্তম দফার ভোটগ্রহণ হয়েছিল যথাক্রমে ১১ এপ্রিল, ১৮ এপ্রিল, ২৩ এপ্রিল, ২৯ এপ্রিল, ৬ মে, ১২ মে এবং ১৯ মে। ভোটগণনা শুরু হয়েছিল ২৩ মে। এ বার কী হয়, সেটাই দেখার!

Related posts

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের

দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি, জারি কমলা সতর্কতা

প্রধানমন্ত্রীর সভার পরেই খড়গপুরে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক বিজেপি নেতা!