কলকাতা: দাম বেড়ে গেল রান্নার গ্যাসের। বাজেটের পর বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। রান্নার গ্যাসে নতুন এই দাম কার্যকর আজ, ১ আগস্ট থেকে।
প্রতি মাসেই ১ তারিখে রান্নার গ্যাসের নতুন দাম প্রকাশ করা হয়। কখনও দাম বাড়ে বা কমে, কখনও আবার অপরিবর্তিত থাকে। এ বার দেখা যাচ্ছে, দেশের চারটি মেট্রো শহরের মধ্যে সবথেকে বেশি দাম বেড়েছে কলকাতায়।
ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৮.৫ টাকা বেড়েছে। তার ফলে জুলাইয়ে কলকাতায় যেখানে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে ১৭৬৪ টাকা ৫০ পয়সা খরচ হত, আগস্টে সেটার দাম পড়বে ১৭৭৩ টাকা।
অন্যদিকে, বাড়িতে ব্যবহৃত গ্যাস অর্থাৎ ১৪.২ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ সিলিন্ডার প্রতি দাম ৮২৯ টাকা ছিল, সেটাই থাকছে। দেশের অন্যান্য মেট্রো শহরে ১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কত পড়ছে? দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ে প্রতিটি ১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে যথাক্রমে ৮০৩ টাকা, ৮০২.৫ টাকা এবং ৮১৮.৫ টাকা।