প্রথম পাতা খেলা প্রয়াত ভারতের প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়

প্রয়াত ভারতের প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়

236 views
A+A-
Reset

৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়। দীর্ঘ দিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। চিকিৎসার জন্য লন্ডনেও গিয়েছিলেন। মাসখানেক আগে দেশে ফিরিয়ে আনা হয় তাঁকে। নিজের শহর বরোদাতেই তার পর থেকে চিকিৎসা চলছিল তাঁর। সেখানেই মৃত্যু হয়।

১৯৭৪ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। ২২ বছরের ক্রিকেটজীবনে দেশের হয়ে ৪০টি টেস্ট খেলেছেন গায়কোয়াড়। ৪০টি টেস্টে ৩০.০৭ গড়ে ১৯৮৫ রান করেছেন। শতরান করেছেন দু’টি, অর্ধশতরান ১০টি। সর্বোচ্চ রান ২০১।

মোট ১৫টি এক দিনের ম্যাচও খেলেছেন তিনি। ২০.৬৯ গড়ে ২৬৯ রান করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২০৬টি ম্যাচে ১২১৩৬ রান করেছেন। শতরান রয়েছে ৩৪টি।

পাশাপশি, ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবে দু’বার দায়িত্ব পালন করেছিলেন অংশুমান গায়কোয়াড়। প্রথমবার ১৯৯৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত এবং দ্বিতীয়বার ২০০০ সালে। তাঁর কোচিংয়ে ২০০০ সালে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়া রানার্স আপ হয়েছিল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.