৫ রাজ্যের ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম

কলকাতা: দেশের পাঁচ রাজ্যের বিধানসভা ভোট মিটতেই বড়ো ধাক্কা এলপিজি গ্যাসের দামে। শুক্রবার (১ ডিসেম্বর) ১৯ কেজির প্রতি সিলিন্ডারে ২১ টাকা করে দাম বেড়েছে। তবে ১৪.২ কেজির ঘরোয়া রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

মৃল্য়বৃদ্ধির পর দেশের ৪ শহরে ১৯ কেজি সিলিন্ডারের দাম

দিল্লি: ১৭৯৬.৫০ টাকা

কলকাতা: ১৯০৮.০০ টাকা

মুম্বই: ১৭৪৯.০০ টাকা

চেন্নাই: ১৯৬৮.৫০ টাকা

দেশে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। ১ ডিসেম্বর থেকে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়লেও ১৪.২ কেজিতে কোনও পরিবর্তন করা হয়নি। ফলে রাজধানী দিল্লিতে এখন ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৯০৩ টাকা। কলকাতায় সিলিন্ডার প্রতি দাম ৯২৯ টাকা।

এমনিতে প্রতি মাসের পয়লা তারিখে এলপিজি সিলিন্ডারের সংশোধিত দাম প্রকাশ করে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। তবে ১৬ নভেম্বর বাণিজ্য়িক সিলিন্ডার প্রতি ৫৭.৫০ টাকা করে দাম কমানো হয়েছিল। গতকালই রাজস্থান, মধ্য়প্রদেশ, ছত্তীসগঢ়, মিজোরাম এবং তেলঙ্গনার বিধানসভা ভোটগ্রহণ সম্পূর্ণ হয়েছে। পর দিনই এলপিজির মৃল্যবৃদ্ধির বিষয়টি নিয়ে চাপানউতোর রাজনৈতিক মহলেও।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক