আগামী ১৯ মে প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল

কলকাতা: আগামী ১৯ মে (শুক্রবার) সকাল ১০টায় মাধ্যমিকের ফলপ্রকাশ। পরীক্ষার আড়াই মাসের মাথায় ফলপ্রকাশ হচ্ছে মাধ্যমিকের।

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। মঙ্গলবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, আগামী ১০ দিনের মধ্যে ফল প্রকাশ হতে চলেছে। আজ ট্যুইট করে দিনক্ষণ ঘোষণা করে দিলেন তিনি।

তিনি জানান, “মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকের ফল প্রকাশ করবে ১৯ মে সকাল ১০টায়।” এ বার পরীক্ষার ৩ মাসের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ করা হচ্ছে। ওইদিন সাংবাদিক সম্মেলন করে মাধ্যমিকের ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। সঙ্গে ঘোষণা করা হবে পাসের হার, মেধাতালিকা সংক্রান্ত তথ্য।

প্রসঙ্গত, ৪ মার্চ চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়। এ বছর সেই পরীক্ষার্থীর সংখ্যা কমে হয়েছে ৬ লক্ষ ৯৮হাজার ৬২৮ জন। এ বছর মোট ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ২ লক্ষ ৯০ হাজার ১৭২ জন এবং ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ৩ লক্ষ ৫৬ হাজার ২১ জন। এ বছর মোট ২৮৬৭ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে।

Related posts

বিজেপিতে বড় ধাক্কা! ভোটের মধ্যেই তৃণমূলে যোগ দিলেন বিদায়ী সাংসদ

সুন্দরবনে চোরাশিকারিদের হাতে খুন বনকর্মী, তদন্তে পুলিশ

ফের শুরু হতে চলেছে বৃষ্টি-পর্ব, চলবে কত দিন