Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
মাধ্যমিকে পাশের হার ৮৬ শতাংশ, প্রথম কাটোয়ার দেবদত্তা মাজি - NewsOnly24

মাধ্যমিকে পাশের হার ৮৬ শতাংশ, প্রথম কাটোয়ার দেবদত্তা মাজি

কলকাতা: শুক্রবার প্রকাশিত হল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পরীক্ষার ৭৬ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ করল পর্ষদ। মাধ্যমিকে পাশের হার ৮৬ শতাংশ। ১৬ জেলা থেকে প্রথম দশে রয়েছেন ১১৮ জন। প্রথম হয়েছেন কাটোয়ার ছাত্রী দেবদত্তা মাজি।

এ দিন সাংবাদিক বৈঠকে পর্ষদের তরফে জানানো হয়, এ বার পরীক্ষা দিয়েছে ৬,৮২,৩২১জন ছাত্র। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ২২ শতাংশ বেশি। ৪৪ হাজার শিক্ষক খাতা দেখেছেন।

পর্ষদ জানায়, এ বারের মাধ্যমিকে প্রথম হয়েছেন কাটোয়া দূর্গাদাসী চৌধুরাণী গার্লস হাই স্কুলের ছাত্রী দেবদত্তা মাজি। দেবদত্তার প্রাপ্ত নম্বর ৬৯৭। যুগ্ম দ্বিতীয় পূর্ব বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের শুভম পাল এবং মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের রিফাত হাসান সরকার। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯১।

৬৯০ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন ছ’জন। টাকি রামকৃষ্ণ মিশন হাইস্কুলের অর্ক মণ্ডল, বেড়াচাঁপা দেউলিয়া উচ্চবিদ্যালয়ের সৌম্যদীপ মল্লিক, মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের মহম্মদ সরবর ইমতিয়াজ, মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের মাহির হোসেন, মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের স্বরাজ পাল এবং মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অর্ঘদীপ সাহা।

Related posts

বাংলায় বাদুড়ের শরীরে নিপা ভাইরাস মেলেনি, সমীক্ষায় স্বস্তি

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য, শুনানিতে বিএলএ ঢোকার ছাড়পত্র দিল সুপ্রিম কোর্ট

‘দু’গালে কষিয়ে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট,’ এসআইআর নিয়ে শীর্ষ আদালতের নির্দেশের পর কমিশন-বিজেপিকে তোপ অভিষেকের