আজ মহাশিবরাত্রি! জানুন পুজোর শুভ সময়

হিন্দু ধর্মে মহাশিবরাত্রির বিশেষ মাহাত্ম্য রয়েছে। শিবরাত্রির বিশেষ তিথিতে দেবী পার্বতী ও দেবাদিদেব মহাদেবের বিয়ে সম্পন্ন হয়েছে বলে কথিত রয়েছে শাস্ত্রে। সেই উপলক্ষ্যকে সামনে রেখেই পালিত হয় মহাশিবরাত্রি। প্রতিমাসে শিবরাত্রি তিথি থাকলেও, ফাল্গুন কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি মহাশিবরাত্রি নামে পরিচিত। এ সময়ে চার প্রহরে শিবের পুজো করলে দুঃখ, কষ্ট, সংকট দূর হয়।

মহাশিবরাত্রির শুভ সময়* 

১৮ ফেব্রুয়ারি, ২০২৩ শনিবার মহা শিবরাত্রি

নিশিতা কাল পুজোর সময়: রাত ১১.৫২  থেকে ১২.৪২ 

রাতের প্রথম প্রহর পুজোর সময়: সন্ধ্যা ৬.৪০ থেকে ৯.৪৬ পর্যন্ত

রাতের দ্বিতীয় প্রহর পুজোর সময়: রাত ৯.৪৬ থেকে ১২.৫২ পর্যন্ত

রাতের তৃতীয় প্রহর পুজোর সময়: ১৯ ফেব্রুয়ারি, ০০.৫২ থেকে ০৩.৫৯ পর্যন্ত

রাতের চতুর্থ প্রহর পুজোর সময়: ১৯ ফেব্রুয়ারি, ভোর ০৩.৫৯ থেকে সকাল ৭.০৫ পর্যন্ত

মহাশিবরাত্রি পালনের সময়: ১৯ ফেব্রুয়ারি, সকাল ৬.৫৬ থেকে বিকেল ৩.২৪ পর্যন্ত

মহা শিবরাত্রির তিথি ও শুভক্ষণ

চতুর্দশী তিথি সূচনা: ১৮ ফেব্রুয়ারি, রাত ৮টা ০২ মিনিটে

চতুর্দশী তিথি সমাপ্ত : ১৯ ফেব্রুয়ারি, বিকেল ৪টা ১৮ মিনিটে।

ব্রতভঙ্গের সময়: ১৯ ফেব্রুয়ারি, সকাল ৬টা ০৬ মিনিট থেকে দুপুর ২টা ৪৩ মিনিট।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন