আকাশের মুখ ভার, শিবরাত্রিতে আবহাওয়ার ভোলবদল

কলকাতা: ওড়িশা ও সংলগ্ন উপকূলবর্তী এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায়। আবহাওয়া বিভাগের তরফে জানানো হয়েছে, রাজ্যের গাঙ্গেয় সমভূমি জেলা ও সমুদ্র  উপকূলবর্তী এলাকার জেলাগুলিতে বৃষ্টি হবে।

রাজ্য থেকে বিদায় নিতে চলেছে শীত। হাওয়া অফিসের মতে, রবিবারের পর দিন ও রাতের তাপমাত্রা বাড়বে আরও। শিবরাত্রির দিন একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে এ দিন বৃষ্টিপাত হলেও হতে পারে। তবে বৃষ্টি হলেও তা হালকা হবে বলেই জানা গিয়েছে।

জেলায় জেলায় সকাল-সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকতে পারে আর মাত্র কয়েকদিন। তবে আগামী পাঁচদিনে দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে। কলকাতার মতো না হলেও অন্যান্য জেলাতে মোটের উপর তাপমাত্রা ঊর্ধ্বমুখীই থাকবে। কুয়াশার দাপটও আগামী কয়েকদিনে কমে যাবে।

রবিবারের পর থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় শীতের আমেজ আর না থাকারই কথা। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরে থাকতে পারে। উত্তরবঙ্গেও আগামী দু’দিন রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে। রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতরের তথ্য অনুসারে, শনিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। শুক্রবার এই তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম।

Related posts

মালদহে বজ্রপাতে মৃত অন্তত ১১, দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা

ফিরছে তাপপ্রবাহ, কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস

২ তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি, বিজেপির অভিযোগে পাত্তা দিল না কমিশন