মহালয়ার দিনেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

কলকাতা: রবিবার, মহালয়ার দিন সকাল থেকেই ঝলমলে আকাশ। তবে এরই মধ্যে রয়েচে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের আশংকা। দক্ষিণবঙ্গেও হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে এমনটাই।

হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার উত্তরবঙ্গের মূলত ওপরের দিকের পাঁচ জেলা, যথা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হতে পারে ভারী বৃষ্টি। তবে সোমবার থেকে এই জেলাগুলিতে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে।

অন্য দিকে, দক্ষিণবঙ্গে অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন বেশি নেই। মূলত হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। সেটাও বেশিক্ষণ চলবে না। ১৫ মিনিট থেকে ৩০ মিনিটে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। খুব কম সময়ের জন্য হালকা বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই মুহূর্তে বঙ্গোপসাগরের ওপরে কোনো নিম্নচাপ নেই। তবে সিকিম থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত আছে।

আরও পড়ুন: আজ মহালয়া, জানুন এই দিনটির বিশেষ তাৎপর্য

Related posts

ফের তাপপ্রবাহের পরিস্থিতি, শুক্রবার কোন কোন জেলায় হাঁসফাঁস অবস্থা

মুকুল রায়ের বাড়িতে অধীর চৌধুরী! কী এমন ঘটল?

মালদহে বজ্রপাতে মৃত অন্তত ১১, দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা