সারা দেশে প্রচণ্ড গতিতে এগিয়ে চলেছে করোনা সংক্রমণ। সঙ্গে সমান তালে পাল্লা দিচ্ছে করোনার দোসর ওমিক্রণ। পরিসংখ্যান বলছে বিগত সাত দিনে সারা দেশে করোনা বেড়েছে চারশো শতাংশেরও বেশি।
পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে গত 28 ডিসেম্বর সারা দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছিল যেখানে ৬৩৫৮জন, সেখানেই নতুন বছরের শুরুতে ৩ জানুয়ারি আক্রান্তের সংখ্যা ৩৩,৭৫০ জন।
আরও দেখা যাচ্ছে, সারা দেশের মধ্যে আক্রান্তের সংখ্যার নিরিখে একেবারে শীর্ষ স্থান দখল করেছে মহারাষ্ট্র আর তার ঠিক পরেই অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।
করোনা অগ্রগতির এই মরশুমে পিছিয়ে নেই ওমিক্রণ। দেখা যাচ্ছে বিগত ২৪ ঘণ্টায় সারা দেশে ওমিক্রণ আক্রান্ত হয়েছে মোট ১হাজার ৭০০ জন। ওমিক্রণ এর ক্ষেত্রেও সবার আগে রয়েছে মহারাষ্ট্র। তবে এই ক্ষেত্রে বাংলাকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানের দখল নিয়েছে দেশের রাজধানী দিল্লি।