Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
কে সর্বপ্রথম মহাত্মা গান্ধীকে "জাতির জনক" বলে অভিহিত করেন - NewsOnly24

কে সর্বপ্রথম মহাত্মা গান্ধীকে “জাতির জনক” বলে অভিহিত করেন

আজ, সোমবার (২ অক্টোবর) সারা দেশে গান্ধী জয়ন্তী পালিত হচ্ছে। ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী ১৮৬৯ সালের ২ অক্টোবর গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন। তাঁর নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের এত মহান নেতা, যিনি স্বাধীনতা সংগ্রামে ভারতীয়দের ঐক্যবদ্ধ করেছিলেন এবং অহিংসার পথ অনুসরণ করে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।

ভারতে প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি ইংল্যান্ডে গেলেও পরে দেশে ফিরে আসেন। পরে তিনি দক্ষিণ আফ্রিকা যান। সেখানে অভিবাসী অধিকার রক্ষায় সত্যাগ্রহ করেন। এর পর পুরোটাই এক অবিস্মরণীয় ইতিহাস। মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে, তাঁর জীবনের সঙ্গে সম্পর্কিত কিছু তাৎপর্যপূর্ণ বিষয় জেনে নেওয়া যাক। জানেন কি, কীভাবে মোহনদাস করমচাঁদ গান্ধী জাতির জনক হয়েছিলেন?

গান্ধীজির স্বাধীনতা আন্দোলন

গান্ধীজি স্বাধীনতার জন্য বহু আন্দোলনের নেতৃত্ব দেন। এর মধ্যে রয়েছে সত্যাগ্রহ ও খিলাফত আন্দোলন, লবণ সত্যাগ্রহ, ডান্ডি মার্চ ইত্যাদি। গান্ধীজি দেশের স্বাধীনতা সংগ্রামে অহিংসার নীতি গ্রহণ করেছিলেন। হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও ঐক্য বৃদ্ধিই ছিল তাঁর লক্ষ্য।

স্বাধীনতার পর

ভারতের স্বাধীনতার পর, গান্ধীজি ভারতীয় সমাজের সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের জন্য কাজ করেছিলেন এবং হিন্দু-মুসলিম ঐক্যের প্রচার করেছিলেন। তিনি সত্য, সংযম ও অহিংসার পথে চলার প্রেরণা দিয়েছেন। যা প্রতিটি ভারতবাসীর কাছে আদর্শ হিসেবেই বিবেচিত হয়।

জাতির জনক

নেতাজি সুভাষচন্দ্র বসুই সর্বপ্রথম মহাত্মা গান্ধীকে “জাতির জনক” বলে অভিহিত করেন। সুভাষচন্দ্র বসু গান্ধীজিকে “জাতির জনক” বলে সম্মান করেছিলেন কারণ তিনি ভারতীয় স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একজন বিশিষ্ট নেতা ছিলেন। তারপর থেকে “জাতির জনক” সাধারণত গান্ধীজির সম্মানে ব্যবহৃত হয়ে আসছে।

Related posts

এ বার রাজ্যপালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন সাংসদ কল্যাণ

পার্থর পর কল্যাণময়, ইডির পরে সিবিআই মামলায়ও জামিন, জেলমুক্তি শুধু সময়ের অপেক্ষা

এসআইআরে ২৮ জনের মৃত্যু! কমিশনকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর, ‘অপরিকল্পিত সিদ্ধান্তেই যাচ্ছে মূল্যবান প্রাণ’