ডুয়ার্সে বেড়াতে গিয়ে ভয়ঙ্কয় দুর্ঘটনা, মৃত মধ্যমগ্রামের বাসিন্দা

জলপাইগুড়ি: জঙ্গল সাফারি সেরে ফেরার পথে জলপাইগুড়ির লাটাগুড়ি জঙ্গলে দুর্ঘটনার কবলে পর্যটকদের গাড়ি। রবিবার সন্ধেয় পর্যটকদের একটি জিপসি গাড়ির সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সংঘর্ষ হয়। তাতে জিপসির চার যাত্রী গুরুতর আহত হন।

জানা যায়, জলপাইগুড়িগামী একটি সরকারি বাসের যাত্রীরা বাস থামিয়ে দুর্ঘটনাগ্রস্ত পর্যটকদের উদ্ধার করে প্রথমে লাটাগুড়ি স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেন। পরবর্তীতে আহতদের জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

গুরুতর আহত অবস্থায় চারজনকে জলপাইগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে একজন মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার নাম প্রতিমা দে। তিনি মধ্যমগ্রামের বাসিন্দা।

আহতদের তালিকায় আছেন কলকাতার ঢাকুরিয়ার বাসিন্দা মাধবী মল্লিক (৭০), মীরা মল্লিক (৬৫)। এছাড়াও আছেন উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা সুমিতা দত্ত (৬৩)। তাঁর সঙ্গেই গিয়েছিলেন প্রতিমা দে (৬৩)। প্রতিমাদেবী মারা যান। বাড়িতে খবর পৌঁছতেই উদ্বেগে পরিবারের লোকজন।

Related posts

উলুবেড়িয়ায় ভোটের ডিউটিতে এসে মহিলার শ্লীলতাহানির অভিযোগ বিএসএফ জওয়ানের বিরুদ্ধে

বিজেপিতে বড় ধাক্কা! ভোটের মধ্যেই তৃণমূলে যোগ দিলেন বিদায়ী সাংসদ

সুন্দরবনে চোরাশিকারিদের হাতে খুন বনকর্মী, তদন্তে পুলিশ