Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
অপসারিত উচ্চমাধ্যমিক শিক্ষা সাংসদের সভাপতি মহুয়া দাস - NewsOnly24

অপসারিত উচ্চমাধ্যমিক শিক্ষা সাংসদের সভাপতি মহুয়া দাস

ডেস্ক: মেধার বদলে ধর্মকে প্রাধান্যের জের, অপসারিত উচ্চমাধ্যমিক শিক্ষা সাংসদের সভাপতি মহুয়া দাস। নয়া সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য। আগামী চার বছরের জন্য চিরঞ্জীব ভট্টাচার্যকে সংসদের নতুন সভাপতি করা হয়েছে। সূত্রের খবর, আগামী সোমবার থেকে সংসদের সভাপতি হিসেবে নতুন দায়িত্বভার বুঝে নেবেন তিনি।


উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের সময় বিতর্কিত মন্তব্য করেছিলেন মহুয়া দাস। যা নিয়ে জলঘোলা হয়েছিল। নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন মহুয়া দেবী। যদিও মহুয়া দাস এখনও চিঠি পাননি বলেই খবর। ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসকে নির্দেশ দেওয়া হয়েছে, শীঘ্রই যেন চিরঞ্জীব দাসকে রিলিজ করে দেওয়া হয়। সেই সবুজ সঙ্কেত নিয়েই সোমবার থেকে নতুন দায়িত্বভার গ্রহণ করবেন তিনি।

আরও পড়ুন: এখনই কমছে না বৃষ্টি, দুই বঙ্গেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা


সূত্রের খবর, উচ্চ মাধ্যমিকের ফলাফল নিয়ে পরীক্ষার্থী এবং অভিবাবকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এছাড়া উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণার সময় এক ছাত্রীর ধর্মীয় পরিচয় প্রকাশ করেও বিতর্কে জড়ান মহুয়া দাস। সংসদের দফতরের সামনে বিক্ষোভ দেখান শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরাও। তাঁদের দাবি ছিল, মহুয়া দাসের এই কাণ্ডে গোটা শিক্ষক সমাজের মাথা হেঁট হয়ে গিয়েছে। মহুয়াদেবীর পদত্যাগ দাবি করে শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দিয়েছিলেন তাঁরা। সঙ্গে বিধাননগর দক্ষিণ থানায় তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগও দায়ের করার কথা জানিয়েছিলেন তাঁরা।এছাড়াও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর জেলায় জেলায় পাশের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্রছাত্রীরা। পরিস্থিতি বুঝে মহুয়া দাসকে নবান্নে তলব করেছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয়, উচ্চ মাধ্যমিকের সব পরীক্ষার্থীকে পাশ করিয়ে দেওয়া হবে।

Related posts

এনুমারেশনের পর্ব শেষলগ্নে: পশ্চিমবঙ্গে ফর্ম বিলি প্রায় শেষ, ডিজিটাইজেশনও ৯৯% ছুঁইছুঁই—দেশে সবচেয়ে পিছিয়ে উত্তরপ্রদেশ

নির্বাচন উত্তাপ বাড়ছে: মোদির আগেই নদিয়ায় সভা মমতার, নিরাপত্তা খতিয়ে দেখতে এডিজির পরিদর্শন

‘সাম্প্রদায়িকতার আগুন জ্বালাতে দেবে না বাংলা’—সংহতি দিবসে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর