আজ দিনভর বন্ধ মাঝেরহাট ব্রিজ, বিকল্প পথে যাতায়াত

কলকাতা: রবিবার দিনভর বন্ধ মাঝেরহাট ব্রিজ। রাত ১২ পর্যন্ত বন্ধ থাকবে মাঝেরহাট ব্রিজ। আর তার জেরে সাধারণ মানুষকে বেশ সমস্যায় পড়তে হবে বলে মনে করা হচ্ছে।

জোকা-বিবাদী বাগ মেট্রো লাইন সম্প্রসারণের কাজের জন্য শনিবার রাত ১১টা থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে মাঝেরহাট ব্রিজ। এই ব্রিজের পাশ দিয়ে একটি মেট্রো লাইন তৈরি করা হচ্ছে। সেখানে লাইন সংযোগ করার জন্য গার্ডার বসানো হবে। এই গার্ডার বসানোর কাজ বেশ সময়সাপেক্ষ। আজ, রবিবার রাত ১২টা অবধি এই ব্রিজ বন্ধ থাকবে। সোমবার থেকে যানবাহন যাতায়াত করতে পারবে বলে মনে করা হচ্ছে।

কলকাতা ও দক্ষিণ ২৪ পরগণার মধ্যে সংযোগকারী এই গুরুত্বপূর্ণ ব্রিজটি বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হতে পারে। যান চলাচল স্বাভাবিক রাখার জন্য পরিবর্তিত রুটেরও ব্যবস্থা করা হয়েছে। কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগণা থেকে আসা গাড়িগুলিকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কলকাতা থেকে যাওয়ার সময় গাড়িগুলিকে মোমিনপুর থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আর আলিপুর থেকে যাওয়া গাড়িগুলি চেতলা রোড ধরে দুর্গাপুর ব্রিজে উঠবে।

Related posts

উলুবেড়িয়ায় ভোটের ডিউটিতে এসে মহিলার শ্লীলতাহানির অভিযোগ বিএসএফ জওয়ানের বিরুদ্ধে

বিজেপিতে বড় ধাক্কা! ভোটের মধ্যেই তৃণমূলে যোগ দিলেন বিদায়ী সাংসদ

সুন্দরবনে চোরাশিকারিদের হাতে খুন বনকর্মী, তদন্তে পুলিশ