বসিরহাট: মঙ্গলবার বসিরহাটে ভোট প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করেছে হাজি নুরুল ইসলামকে। এদিন মঞ্চে উঠে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, ‘হাজি নুরুল জিতলে প্রথম ভিজিট সন্দেশখালি’।
শেষ কয়েক মাস ধরে রাজ্য রাজনীতির চর্চা সন্দেশখালিকে ঘিরে। দক্ষিণ ২৪ পরগনার এই এলাকা বসিরহাট লোকসভার অন্তর্গত। স্থানীয় মানুষের আক্ষেপ ছিল এত কিছু ঘটে যাওয়ার পরেও কেন সন্দেশখালি আসছেন না মুখ্যমন্ত্রী?
মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, “হাজি নুরুল যেদিন জিতবে, তার কয়েকদিনের মধ্যে আমার প্রথম ভিজিট সন্দেশখালি হবে। কারণ আমি দেখতে দেখতে।”
পাশাপাশি তিনি বলেন, “৩১ মার্চ থেকে ২ মাস রাস্তায় পড়ে আছি। কাল কলকাতায় ফিরেছি। এখন এই ৯ দিন দুই ২৪ পরগনা, কলকাতা করতে হবে। বসিরহাটের পবিত্র মাটি থেকে শুরু করলাম। এই লড়াই বড় লড়াই জিততে হবে। বসিরহাট থেকে বিজেপিকে করব খালি।”