বিজেপি নিজেদের ব্যর্থতা ঢাকতে অশান্তির নাটক করছে : মমতা

রবিবার কলকাতা পুরসভার নির্বাচনে শাসকদলের বিরুদ্ধে একতরফা সন্ত্রাসের অভিযোগ এনেছে রাজ্য বিজেপি। বিজেপির সেই অভিযোগকে পাত্তা না দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর মন্তব্য, অত্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এবারের কলকাতা পুরসভার নির্বাচন।

এরপর বিজেপির নাম না করে তৃণমূল নেত্রীর মন্তব্য, এমন অনেক দল আছে, যারা এবার কলকাতা পৌরসভার নির্বাচনে সব ওয়ার্ডে প্রার্থী পর্যন্ত দিতে পারেনি। আর তাই নিজেদের সেই ব্যর্থতাকে আড়াল করতেই এইভাবে অশান্তির নাটক করছে।

রবিবাসরীয় দুপুরে মিত্র ইনস্টিটিউশনে ৩তে নাগাদ ভোট দিতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট দেওয়ার পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “কলকাতায় অত্যন্ত শান্তিপূর্ন ভাবে ভোট হচ্ছে”।

এরপরই পুরভোটে গোলমাল আর অশান্তি সংক্রান্ত বিজেপির অভিযোগকে উড়িয়ে দিয়ে কিছুটা কটাক্ষের সুরে তৃণমূল নেত্রীর মন্তব্য, “কেউ যদি ১৪৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে, তাহলে তারা নাটক করবে। ওদের পাত্তা না দেওয়াই ভাল। আমি খুশি যে ভোট শান্তিপূর্ন হয়েছে।”

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন