নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে মমতা আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছেন মমতা

৭ অগস্ট নীতি আয়োগের একটি বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে একগুচ্ছ কর্মসূচি রয়েছে মমতার। দলীয় সাংসদদের সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে তৃণমূল সুপ্রিমোর। এর পাশাপাশি দেশের নব-নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে তিনি দেখা করতে পারেন।

কেন্দ্র-রাজ্য সম্পর্কের টানাপোড়েন এবং জিএসটি নিয়ে বিবাদের মাঝেই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় কবে দিল্লি আসছেন তা এখনও নিশ্চিত নয়। জানা গিয়েছে আগামী ছয় আগস্টের মধ্যে তাঁর দিল্লি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। যদিও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা তাঁর বাসভবনে আলাদা বৈঠক করবেন কি না তা এখনও স্পষ্ট নয়। তবে নীতি আয়োগের বৈঠকে যোগ দিলে রাষ্ট্রপতি ভবনে মোদীর সঙ্গে দেখা হবে তাঁর।

আরও পড়ুন :

গোটা মন্ত্রিসভা রদবদলের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী

এসএসসি আন্দোলনকারী নেতার সঙ্গে কথা অভিষেকের

অবশেষে কড়া পদক্ষেপ মমতার, তিন মন্ত্রী পদ থেকেই অপসারিত পার্থ চট্টোপাধ্যায়

ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ করে ১১৯ রানে ম্যাচ জয় ভারতের

২০২৪-এ বিজেপি আসবে না, আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রীর

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক