প্রথম পাতা খবর অনন্ত মহারাজের আমন্ত্রণে‌ কোচবিহারে চিলা রায়ের মূর্তি স্থাপনের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

অনন্ত মহারাজের আমন্ত্রণে‌ কোচবিহারে চিলা রায়ের মূর্তি স্থাপনের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

57 views
A+A-
Reset

চিলা রয়, কোচবিহার রাজবংশের প্রতিষ্ঠাতা বিশ্বসিংহ এবং মহারাজা নর নারায়ণ এর যোগ্য উত্তরসূরি, যাঁর সেই চিলা রায়ের বীরত্ব গাথা এখনও ফেরে কোচবিহারের মানুষের মুখে মুখে।

তিনি ছিলেন একাধারে অত্যন্ত বীর যোদ্ধা এবং একই সঙ্গে ছিলেন জ্যোতিষ ও ন্যায় এবং ব্যকরণে অত্যন্ত পণ্ডিত ব্যক্তি। বুধবার ছিল এই মহান চিলা রায়ের ৫২১তম জন্মজয়ন্তী।

এদিন এই জন্মজয়ন্তী উপলক্ষে কোচবিহারের বুকে দাঁড়িয়ে এই মহান বীরের আবক্ষ মূর্তি তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একইসঙ্গে মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, কোচবিহারের বাবুরহাট চেকপোস্টে বসানো হবে এই মহান ব্যক্তি চিলা রায় এর মূর্তি। এই মূর্তির উচ্চতা হবে ১৫ ফিট। এর জন্য মোট ১৮ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।

এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যে মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানান অনন্ত মহারাজ, আর সেই আমন্ত্রণে সাড়া দিয়েই সোমবার কোচবিহারে জন মমতা। এরপর সেখানে এদিন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.