দু’দিনের গোয়া সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, আর কে কে যোগ দেবেন তূণমূলে

ডেস্ক : গোয়ায় দল ক্রমশ শক্তিশালী হওয়ার পর থেকে এই নিয়ে দ্বিতীয়বার সেখানে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্টোবর মাসের শেষ সপ্তাহে চারদিনের জন্য গোয়া সফরে গিয়েছিলেন তিনি। রবিবার দু’দিনের জন্য সেখানে গেলেন তিনি।

আগামীর বছর অক্টোবর মাসে গোয়ায় বিধানসভা নির্বাচন। ৪০ আসনের সেই নির্বাচনকে পাখির চোখ করেছে তৃণমূল। তাই দলের সাংগঠনিক শক্তিকে আরও জোরালো করতে এই নিয়ে দ্বিতীয়বার সৈকত রাজ্যে যাচ্ছেন মমতা।

এই সফরেও তাঁর একঝাঁক কর্মসূচি রয়েছে। প্রশ্ন হল, এবার কে কে তৃণমূলে যোগ দিতে পারেন। সূত্রের খবর, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী আলেমাও চার্চিল তৃণমূল যোগদান করতে পারেন মমতা সফরেই। জানা গিয়েছে, তিনি জোড়াফুলের প্রতীকে প্রার্থী হতে পারেন।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক করল বিটকয়েন মাফিয়ারা!

জানা গিয়েছে আগামিকাল গোয়ার উদ্দেশে রওনা হতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন কেন্দ্রী মন্ত্রী বাবুল সুপ্রিয়। এছাড়া আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যোগ দিতে পারেন তৃণমূলে। তবে গোয়া তৃণমূলের পক্ষ থেকে এ নিয়ে কিছু জানানো হয়নি।

Related posts

ভোটের আগের রাতে রক্তাক্ত কেতুগ্রাম, তৃণমূল কর্মীকে নৃশংস ভাবে কুপিয়ে খুন

মোদীর হাতে তুলে দেওয়া হল রবীন্দ্রনাথের উলটো ছবি, পাল্টা খোঁচা তৃণমূলের

স্বাভাবিকের থেকে নীচে তাপমাত্রা! রবিতেও বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া