আগামী শনিবার (২০ মে) দুপুর সাড়ে ১২টায় কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে কংগ্রেসের তরফে আমন্ত্রণ জানানো হল মমতাকে।
কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে কোন কোন বিরোধী নেতা আমন্ত্রণ পাবেন আর কারা শেষ পর্যন্ত হাজির হবেন, তা নিয়ে চলছে বিস্তর জল্পনা। অনেকের মতে, এই অনুষ্ঠানকে সামনে রেখে আবারও দেখা যাবে বিরোধী ‘তারকাদের’ ভিড়।
জানা গিয়েছে, মমতা ছাড়াও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, তেলঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা শরদ পওয়ার, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, ন্যাশনাল কংগ্রেসের ফারুখ আবদুল্লা, শিবসেনা (সাবেক) প্রধান উদ্ধব ঠাকরে, সিপিআই-এর সীতারাম ইয়েচুরিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
কর্নাটকের কংগ্রেস মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণে বিজেপি বিরোধী শিবিরের সকলকে আমন্ত্রণের নেপথ্যে রাজনৈতিক সমীকরণই দেখছেন সকলে। কারণ ২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রশ্নে এ যাবৎ লাগাতার প্রশ্নের মুখে পড়তে হয়েছে কংগ্রেসকে। বিজেপি বিরোধী জোটকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। কিন্তু কর্নাটকের বিপুল জয় অক্সিজেন জুগিয়েছে তাদের।