তৃণমূল সরকারের তৃতীয় বার বর্ষপূর্তি, রয়েছে একাধিক কর্মসূচি, জরুরি বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূল সরকারের তৃতীয় বর্ষ পূর্তি আগামীকাল। সরকারের সাফল্য তুলে ধরতে একাধিক পরিকল্পনা নিয়েছে রাজ্য৷ এ বার তাই ওই দিনই দল তৃণমূল ও রাজ্য সরকারকে পৃথক দুই কর্মসূচি পালনের জন্য ময়দানে নামাবেন তিনি। তাঁর সরকারের একাদশ বর্ষ পূর্তি উপলক্ষে ৫ মে থেকে ৬ জুন একঝাঁক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেই অনুষ্ঠানের সূচি ঠিক করতে বুধবার নবান্নে রাজ্যের সব শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। 

২০২১-এর বিধানসভা নির্বাচনের পর ২০২৩-এ পঞ্চায়েত নির্বাচন। দলকে প্রয়োজনীয় বার্তা দিয়ে তিনি বৈঠকে বসছেন দলের সমস্ত স্তরের নেতা-নেত্রীদের সঙ্গে। ৫ মে মমতা বন্দ্যোপাধ্যায় দলের নতুন অফিসে সংসদ, বিধায়ক, জেলা সভপাতি, ব্লক সভাপতি ও রাজ্যস্তরের শীর্ষনেতাদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠক থেকে দলের উদ্দেশে জরুরি বার্তা দেবেন তিনি। পরামর্শ দিতে পারেন জনসংযোগবৃদ্ধির।

Related posts

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের