তৃণমূল সরকারের তৃতীয় বার বর্ষপূর্তি, রয়েছে একাধিক কর্মসূচি, জরুরি বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূল সরকারের তৃতীয় বর্ষ পূর্তি আগামীকাল। সরকারের সাফল্য তুলে ধরতে একাধিক পরিকল্পনা নিয়েছে রাজ্য৷ এ বার তাই ওই দিনই দল তৃণমূল ও রাজ্য সরকারকে পৃথক দুই কর্মসূচি পালনের জন্য ময়দানে নামাবেন তিনি। তাঁর সরকারের একাদশ বর্ষ পূর্তি উপলক্ষে ৫ মে থেকে ৬ জুন একঝাঁক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেই অনুষ্ঠানের সূচি ঠিক করতে বুধবার নবান্নে রাজ্যের সব শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। 

২০২১-এর বিধানসভা নির্বাচনের পর ২০২৩-এ পঞ্চায়েত নির্বাচন। দলকে প্রয়োজনীয় বার্তা দিয়ে তিনি বৈঠকে বসছেন দলের সমস্ত স্তরের নেতা-নেত্রীদের সঙ্গে। ৫ মে মমতা বন্দ্যোপাধ্যায় দলের নতুন অফিসে সংসদ, বিধায়ক, জেলা সভপাতি, ব্লক সভাপতি ও রাজ্যস্তরের শীর্ষনেতাদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠক থেকে দলের উদ্দেশে জরুরি বার্তা দেবেন তিনি। পরামর্শ দিতে পারেন জনসংযোগবৃদ্ধির।

Related posts

আজ ঝাড়গ্রাম ও ঘাটালে নির্বাচনী জনসভা, খড়্গপুরে রোড-শো মমতার

রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগের দাবি, রাজভবন ঘেরাও তৃণমূল শিক্ষা সেলের

ফের তাপপ্রবাহের পরিস্থিতি, শুক্রবার কোন কোন জেলায় হাঁসফাঁস অবস্থা