নতুন পুরনো মিলিয়ে সেজে উঠছে মমতার মন্ত্রিসভা, দেখে নিন তালিকা

কলকাতা: সোমবারই শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন মন্ত্রিসভার সদস্যরা।আগামিকাল সকাল ১০.৪৫ মিনিটে রাজভবনের থ্রোন হলে মন্ত্রীসভার শপথগ্রহণ হবে। রাজভবনে মোট ৪৩ জন মন্ত্রীর তালিকা জমা দেওযা হয়েছে। এর মধ্যে পূর্ণমন্ত্রী রয়েছেন ২৪ জন। মোট ১৯ জন প্রতিমন্ত্রীর মধ্যে স্বাধীন দফতর পাচ্ছেন ১০ জন। 


স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও অর্থমন্ত্রী হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। অমিত মিত্রকে অর্থ দফতরের উপদেষ্টা মণ্ডলীর মাথা করা হতে পারে। কিংবা যোজনা কমিশনের ধাঁচে কোনও প্রতিষ্ঠান তৈরি করা হতে পারে। সেখানে অমিত মিত্রকে আনা হতে পারে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই দফতরের দায়িত্ব সামলাবেন। পাশাপাশি এক জন প্রতিমন্ত্রী রাখা হবে। নতুন, পুরনো মিলেই এই মন্ত্রিসভা তৈরি করা হবে। থাকতে পারে, মানস ভুঁইয়া, হুমায়ুন কবীর ,অখিল গিরি, রত্না দে নাগ, বালুচিক বারিক, শিউলি সাহা, মনোজ তিওয়ারি ও বীরবাহা হাঁসদা। 


একনজরে দেখে নিন তালিকা
 
সুব্রত মুখোপাধ্যায়
পার্থ চট্টোপাধ্যায়
অমিত মিত্র
সাধন পাণ্ডে
জ্যোতিপ্রিয় মল্লিক
বঙ্কিমচন্দ্র হাজরা
মানস ভুঁইয়া
সৌমেন কুমার মহাপাত্র
মলয় ঘটক
অরূপ বিশ্বাস
উজ্জ্বল বিশ্বাস
অরূপ পায়
রথীন ঘোষ
ফিরহাদ হাকিম
চন্দ্রনাথ সিনহা
শোভনদেব চট্টোপাধ্যায়
ব্রাত্য বসু
পুলক রায়
শশী পাঁজা
গুলাম রব্বানি
বিপ্লব মিত্র
জাভেদ আহমেদ খান
স্বপন দেবনাথ
সিদ্দিকুল্লা চৌধুরী
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী
বেচারাম মান্না
সুব্রত সাহা
হুমায়ুন কবীর
অখিল গিরি
চন্দ্রিমা ভট্টাচার্য
রত্না দে নাগ
সন্ধ্যারানি টুডু
বুলু চিক বারিক
সুজিত বোস
ইন্দ্রনীল সেন
প্রতিমন্ত্রী
দিলীপ মণ্ডল
আখরুজ্জামান
শিউলি সাহা
শ্রীকান্ত মাহাতো
ইয়াসমিন সাবিনা
বীরবাহা হাঁসদা
জ্যোৎস্না মান্ডি
অধিকারি পরেশ চন্দ্র
মনোজ তিওয়ারি

Related posts

তাপপ্রবাহের মতো পরিস্থিতির মধ্যেই বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়

দেড়শোর বেশি যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আগুন, বড়সড় দুর্ঘটনা এড়াল দিল্লি বিমানবন্দর

মমতাকে বেলাগাম আক্রমণ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ কমিশনের