বুধবার চালসায় মঙ্গলবাড়ি বাজারে রাস্তার পাশে অবস্থিত একটি দোকানে ঢুকে চা বানাতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। এ দিন চালসায় চা বাগানে যান তিনি। চা শ্রমিকদের সঙ্গে কথাবার্তা বলেন। বৈঠক করেন চা শ্রমিকদের প্রতিনিধি দলের সঙ্গেও।
জলপাইগুড়ির এক চা বাগান পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। চা বাগানে শ্রমিকদের সঙ্গে পাতা তোলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজেদের অভাব অভিযোগের কথা তুলে ধরেন চা শ্রমিকরা। সেই ফাঁকেই দুপুরবেলা একটি চায়ের দোকানে সদলবলে ঢুকে পড়েন তিনি।
দোকানদারকে সকলের জন্য চা বানাতে বলার পরই নিজেই চা বানাতে শুরু করে দেন। চায়ের দোকানে থাকা নানা সামগ্রী নাড়াচাড়া করে দেখেন। নিজে হাতে তৈরি করে চা। সকলকে নিজে হাতে চা পরিবেশনও করেন মমতা।
এ দিন চালসায় চা শ্রমিকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। উত্তরবঙ্গে চা শিল্পের সঙ্গে যুক্ত দশ লাখ মানুষের জীবিকার উপর সংকট তৈরি হয়েছে কেন্দ্রের একটি নির্দেশে, এমনই তথ্য সামনে রেখে তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন মমতা।