কলকাতা: এ বারের আইপিএলে অপরাজিত তকমা ধরে রাখল কলকাতা নাইট রাইডার্স। জয়ের হ্যাটট্রিক দিয়েই শুরু হল এ বারের মরশুম। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে অভিযান শুরু করেছিল কেকেআর। গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে সহজেই হারিয়েছিল কেকেআর। বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সেই লক্ষ্যও পূরণ করল কলকাতা নাইট রাইডার্স।
টস জিতে বুধবার ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন কেকেআরের অধিনায়ক শ্রেয়স আয়ার। সব মিলিয়ে ২০ ওভারে ২৭২ রান তুলে নেন রিঙ্কু সিংরা। আইপিএলের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বাধিক স্কোর। এত বড় রান তাড়া করা সহজ ছিল না।
২৭৩ রানের লক্ষ্য মাথায় নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই নড়বড়ে ঠেকে দিল্লি। শেষমেষ, ১০৬ রানে জয়লাভ করে শ্রেয়স আয়ার বাহিনী। পরপর তিন ম্যাচ জিতে শীর্ষে নিজেদের জায়গা আরও পাকা করে ফেলল কলকাতা নাইট রাইডার্স।
কলকাতা এখনও পর্যন্ত এ বারের আইপিএলে অপরাজিত। তিনটি ম্যাচের তিনটিই জিতল কেকেআর।