ওয়েবডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী মঙ্গলবার চার জেলা সফরে যাচ্ছেন। কলকাতা থেকে প্রথমে তিনি পূর্ব বর্ধমানে পৌঁছে মাটি তীর্থে প্রস্তাবিত মাটি উৎসবের সূচনা করবেন । আগামী ৯ ফ্রেরুয়ারি মাটি উৎসবের উদ্বোধন করতে বর্ধমানে যাচ্ছেন তিনি।
পরের দিন অর্থাৎ ১০ ফ্রেরুয়ারি জনসভা করার কথা মালদহে। ঠিক ছিল, সেদিনই দুই দিনাজপুরের তৃণমূল কর্মীদের নিয়ে উত্তর দিনাজপুরের কলিয়াগঞ্জের চান্দোলহাটে আরও একটি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
প্রাথমিকভাবে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে, কিন্তু আচমকাই সভাস্থল বদলে গেল। এদিন সকালে জানা গেল, কালিয়াগঞ্জে নয়, পূর্ব নির্ধারিত দিনে রায়গঞ্জ স্টেডিয়ামে সভা করবেন মুখ্যমন্ত্রী। যুদ্ধকালীন তৎপরতায় এখন জেলার সদর শহরে সভার প্রস্তুতিতে নেমে পড়েছে প্রশাসন ও দলীয় নেতৃত্ব।
আরও পড়ুন : ভোটের মুখে তেলুগু ভাষার স্বীকৃতি দিল রাজ্য সরকার
এরপর বুধবার উত্তরবঙ্গের মালদহে একটি রাজনৈতিক সমাবেশে যোগ দেবেন । সেই দিনই উত্তর দিনাজপুরে রায়গঞ্জ স্টেডিয়ামে আরো একটি জনসভায় অংশ নেবার কথা তাঁর । বৃহস্পতিবার মুর্শিদাবাদে একটি জনসভায় যোগ দেবার কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর ।