ওয়েবডেস্ক : দক্ষিণী ভাষাকেও আপন করে নিল বাংলা! রাজ্যে এবার সরকারি ভাষার স্বীকৃতি পেল তেলেগু-ও। রাজ্য সরকার তেলুগু ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দিয়েছে । আজ বিধানসভায় এই সংক্রান্ত দি ওয়েস্ট বেঙ্গল অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ সংশোধনী বিল ২০২১ এর উপরে জবাবি ভাষণে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একথা জানান,
তিনি বলেন , যে সব এলাকায় মোট জনসংখ্যার ন্যূনতম দশ শতাংশ মানুষ একই ভাষা ব্যবহার করেন, রাজ্য সরকার সেই এলাকায় সরকারি কাজে ব্যবহারের জন্য সেই ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দিতে পারে।
আরও পড়ুন : রাজ্যের পুলিশকর্মীদের টিকাকরণ শুরু, প্রথম টিকা নিলেন অনুজ শর্মা
এই আইনের উপর ভিত্তি করেই পশ্চিম মেদিনীপুরের খড়গপুর পুরসভা এলাকায় বসবাসকারী ৬৮ হাজারের বেশি তেলুগুভাষী মানুষের আবেদন মেনে নিয়ে এই ভাষাকে সরকারি স্বীকৃতি দেওয়া হলো বলে তিনি জানিয়েছেন।
রেলশহর খড়গপুরে দক্ষিণ ভারতীয়দের সংখ্যা নেহাতই কম নয়। বলা ভাল, শহরের বাসিন্দাদের একটি বড় অংশের ভাষাই তেলেগু। স্থানীয় বিধায়কের মাধ্যমে দক্ষিণ ভারতের এই ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন তাঁরা।
এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, খড়গপুরের বাসিন্দাদের আবেদন মেনেই এই সিদ্ধান্ত। ফলে তেলেগুভাষীরা বাংলায় ভাষাগত সংখ্যালঘু সম্প্রদায়ের স্বীকৃতিও পেলেন। খুশির হাওয়া খড়গপুরে।
এই নিয়ে রাজ্যে কামতাপুরী,পাঞ্জাবি, রাজবংশী, নেপালির মত মোট ১৩টি ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হল।