প্রথম পাতা খবর ধর্নামঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়, এখনো মেলেনি সেনার অনুমতি

ধর্নামঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়, এখনো মেলেনি সেনার অনুমতি

319 views
A+A-
Reset

কলকাতা : ধর্নামঞ্চে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ধর্নামঞ্চে একাই থাকবেন তিনি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। এর প্রতিবাদে আজ মঙ্গলবার গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসছেন তিনি।


এর পর হুইলচেয়ারেই ধরনায় বসেন তিনি। তবে তাঁকে ধরনায় বসার অনুমতি দেয়নি সেনাবাহিনী। ময়দানের ওই এলাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন। সেখনে যে কোনও কর্মসূচি আয়োজন করতে গেলে সেনার অনুমতি বাধ্যতামূলক। এদিকে তৃণমূল সূত্রে খবর, ধর্নায় বসার অনুমতি চেয়ে সেনাকে চিঠি দেওয়া হয়েছে কিন্তু এখনো অবধি সেই চিঠির উত্তর দেওয়া হয়নি বলে খবর। ফলে এখন কী হবে সেদিকেই তাকিয়ে গোটা রাজনৈতিক মহল।

আরও পড়ুন: ২৪ ঘণ্টা তৃণমূলনেত্রীর প্রচারে নিষেধাজ্ঞা, কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ, কাল ধরণায় বসছেন মমতা

রাত আটটার পর বারাসত ও বিধাননগরে জোড়া সভা মমতার

মঙ্গলবার রাত ৮টায় নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর বারাসত ও বিধাননগরে জোড়া সভা করবেন তৃণমূলনেত্রী। রাত ৮টা নাগাদ  বারাসাতে জনসভা রয়েছে তাঁরা।  রাত ৯টায় জনসভা করবেন  বিধাননগরে। রাত ১০টার মধ্যে তাঁকে শেষ করতে হবে পঞ্চম দফার ভোটপ্রচার। কারণ কমিশনের সংশোধিত বিধি অনুসারে মঙ্গলবারই শেষ হচ্ছে পঞ্চম দফার ভোটপ্রচার। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.