অসুর বিতর্কে মুখ খুললেন মমতা, জানতে চাইলেন, ‘কী শাস্তি হওয়া উচিত’?

কলকাতা: এ বার দুর্গাপুজোয় কলকাতার একটি মণ্ডপে অসুর বিতর্কে মহাত্মা গান্ধীকে অবমাননার অভিযোগ ওঠে। বৃহস্পতিবার ভবানীপুরে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে অংশ নিয়ে সেই বিতর্কেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা এ দিন বলেন, ‘‘দুর্গাপুজোর নাম করে গান্ধীজিকে অসুর বানিয়েছেন! কী শাস্তি হওয়া উচিত? জনতাই শাস্তি দেবে। লজ্জার ব্যাপার।’’

তাঁর কথায়, “একটাই ছোট্ট কথা জিজ্ঞাসা করব এখানে যাঁরা আছেন গান্ধীজিকে আপনারা দেশের নেতা হিসাবে মানেন কি মানেন না? যে মানেন না হাত তুলে বলুন মানেন না। যাঁরা মানেন তাঁরা হাত তুলে বলুন মানেন। আপনারা বলুন তো যারা কথায় কথায় বলে মমতাজি তো দুর্গাপুজা নেহি করনে দেতা হ্যয়, মমতাজি তো সরস্বতী পুজা নেহি করনে দেতা হ্যয়, আপ লোগো নে তো দুর্গা পুজাকে নাম পে এক পুজা কিয়া। অউর গান্ধীজি কো আপনে অসুর বানা দিয়া? কেয়া হোনা চাহিয়ে আপকা পানিশমেন্ট?”

দক্ষিণ কলকাতার রুবি পার্কের অখিল ভারতীয় হিন্দু মহাসভার দুর্গাপুজো ঘিরে বিতর্ক বাধে। পুজোর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ওই পুজোর প্রতিমার ছবি ঘিরে শোরগোল পড়ে যায়। দেখা যায়, অসুরের যে মূর্তিটি রয়েছে, সেটির সঙ্গে মহাত্মা গান্ধীর মুখের সাদৃশ্য রয়েছে। জানাজানি হতেই সপ্তমীর রাতে অসুরের মূর্তিটিতে চুল ও গোঁফ লাগিয়ে চেহারা বদলে দেয় পুলিশই।

সে প্রসঙ্গে এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দুঃখ পেয়েছি খুব। কিন্তু কাউকে কিছু বলিনি। কারণ, চাইনি পুজোর সময় গোলমাল হোক। চেয়েছিলাম নির্বিঘ্নে পুজো কাটুক। লোকে জানলে প্রতিবাদ করত। শান্তিপূর্ণ ভাবে পুজো সম্পন্ন করতে চেয়েছিলাম।’’

আরও পড়ুন: টালিগঞ্জের স্টুডিও পাড়ায় প্রযোজনা সংস্থার গুদামে আগুন, ক্ষতিগ্রস্ত বিপুল সরঞ্জাম

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক