লোকসভা ভোটের আগে দলের জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠকে মমতা

কলকাতা: লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল। বুধবার (১০ জানুয়ারি, ২০২৪) থেকে শুরু জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠক। লোকসভা ভোটে দল কী ভাবে এগোবে, সেই বার্তাই এ দিনের বৈঠক থেকে জেলা নেতৃত্বের কাছে পৌঁছে দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

এ দিন পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি ও মুর্শিদাবাদ জেলা নিয়ে বৈঠকে বসবেন তৃণমূল সুপ্রিমো। জানা গিয়েছে, আজ বিকেল চারটে নাগাদ কালীঘাটে অর্থাৎ নিজের বাসভবন থেকে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসবেন তিনি। এরপর ধাপে ধাপে অন্যান্য জেলার নেতৃত্বদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সাংসদ, বিধায়ক, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি, পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ছাড়াও সংগঠনের দায়িত্বে থাকা সকলকেই বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে।

গত কয়েক দিন ধরে রাজ্যের শাসক দলে ‘নবীন-প্রবীণ’ বিতর্ক নিয়ে জলঘোলা চলছে। এরই মধ্যেই ঘাসফুল শিবিরের পর্যালোচনা বৈঠক বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ।

Related posts

সুপ্রিম কোর্টে জামিন পাওয়ার পর আজ কেজরিওয়ালের প্রথম রোড শো, হনুমান মন্দিরে পুজো দিয়ে শুরু ভোটপ্রচার

সোমবার পর্যন্ত চলবে ঝড়বৃষ্টি, তার পর বাড়বে গরম

রাজভবনের সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে নামছেন অভিযোগকারিণী! পুলিশের হাতে আরেক সিসি ক্যামেরার ফুটেজ