আজ রাজ্যের পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

কলকাতা: দুর্গাপুজো এ বার কিছুটা এগিয়ে এসেছে। অক্টোবরের শুরুতেই মহালয়া। পুজো শুরু হচ্ছে এ বার ৯ অক্টোবর থেকে। রাজ্যের পুজো কমিটিগুলির সঙ্গে আজ, মঙ্গলবার বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ দিন বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি যাবেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানেই রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তা, কলকাতা পুলিশের আধিকারিক এবং ‘ফোরাম ফর দুর্গোৎসব’ সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আগামী শারদোৎসব নিয়ে বৈঠক করবেন তিনি। ভিডিয়ো কনফারেন্সে থাকবেন জেলা পুজো কমিটিগুলির প্রতিনিধিরা।

এই বৈঠকে কলকাতা এবং জেলার পুলিশ প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। এছাড়াও থাকবেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিক, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ একাধিক শীর্ষ আধিকারিকরা।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক