কলকাতা: দুর্গাপুজো এ বার কিছুটা এগিয়ে এসেছে। অক্টোবরের শুরুতেই মহালয়া। পুজো শুরু হচ্ছে এ বার ৯ অক্টোবর থেকে। রাজ্যের পুজো কমিটিগুলির সঙ্গে আজ, মঙ্গলবার বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ দিন বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি যাবেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানেই রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তা, কলকাতা পুলিশের আধিকারিক এবং ‘ফোরাম ফর দুর্গোৎসব’ সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আগামী শারদোৎসব নিয়ে বৈঠক করবেন তিনি। ভিডিয়ো কনফারেন্সে থাকবেন জেলা পুজো কমিটিগুলির প্রতিনিধিরা।
এই বৈঠকে কলকাতা এবং জেলার পুলিশ প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। এছাড়াও থাকবেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিক, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ একাধিক শীর্ষ আধিকারিকরা।