প্রথম পাতা খবর সংঘাতের আবহে ‘সৌজন্য সাক্ষাৎ’! বুধবার বিকেলে আচমকাই রাজভবনে মুখ্যমন্ত্রী

সংঘাতের আবহে ‘সৌজন্য সাক্ষাৎ’! বুধবার বিকেলে আচমকাই রাজভবনে মুখ্যমন্ত্রী

810 views
A+A-
Reset

কলকাতা : দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্য-রাজ্যপালের সংঘাত চরমে। বুধবারও মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করেন রাজ্যপাল। তার মাঝেই বুধবার সন্ধ্যায় রাজভবনে উপস্থিত হন মুখ্যমন্ত্রী।

বুধবার বিকেল ঠিক পাঁচটা পঁচিশ নাগাদ আচমকাই রাজভবনে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে এদিন প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন রাজ্যপালের স্ত্রী সুদেশ ধনকড়ও। বৈঠক শেষে টুইট করেন রাজ্যপাল। সস্ত্রীক রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানিয়েছেন সেকথা টুইটে উল্লেখ করেন তিনি।

দায়িত্ব নেওয়ার পর থেকে বারবার রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল। প্রশাসনিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলেছেন। নবান্ন-রাজভবনের মধ্যে টুইট-পালটা টুইট কিংবা চিঠি আদানপ্রদানও লেগেই রয়েছে। রাজ্যপালের অপসারণের দাবিতে ইতিমধ্যেই রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছে তৃণমূল।

তারই মাঝে এদিন সকালে পূর্ব মেদিনীপুরে সফরে যান জগদীপ ধনকড়। তমলুকের বর্গভিমা মন্দিরে পুজো দিয়ে রাজ্যে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবি জানান রাজ্যপাল। সার্কিট হাউসে সাংবাদিক বৈঠকে একাধিক ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রাজ্যপাল। আমফান দুর্নীতি নিয়ে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান।

সাংবিধানিক দায়িত্ব পালনে মুখ্যমন্ত্রী ‘ব্যর্থ’ বলে দাবি করেন রাজ্যপাল। তার কয়েক ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর রাজভবন সফর নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে। যদিও মুখ্যমন্ত্রীর আচমকা রাজভবন সফরকে একেবারেই ‘সৌজন্য সাক্ষাৎ’ বলেই দাবি করছে নবান্ন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.