বকেয়ার দাবিতে আজ থেকে ৪৮ ঘণ্টা ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: শুক্রবার (২ ফেব্রুয়ারি. ২০২৪) থেকে রেড রোডে আম্বেডকরের মূর্তির পাদদেশে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টো থেকে ৪৮ ঘণ্টা ধর্না-কর্মসূচিতে থাকবেন মুখ্যমন্ত্রী। ১০০ দিনের কাজের বঞ্চিত শ্রমিক এবং আবাসের বঞ্চিতদের নিয়ে রেড রোডে সমাবেশ করছেন মমতা।

কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্য বকেয়ার দাবিতে রেড রোডে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী। মমতা নিজেই জানিয়েছেন ৪৮ ঘণ্টা ধর্নামঞ্চে থাকবেন তিনি।

বৃহস্পতিবার মমতা বলেন, ‘আগামীকাল (শুক্রবার) থেকে ১০০ দিনের কাজে যাঁরা বকেয়া পাননি তাঁদের জন্য়, যাঁরা ঘর পাননি, তাঁদের জন্য রাস্তায় ৪৮ ঘণ্টা আমি নিজে করব ধর্না এবং তারপর এটা কন্টিনিউ করবে আমাদের বিভিন্ন ইউনিট। আপনারাও জেলায় জেলায় করবেন। বুথে বুথে করবেন। ব্লকে ব্লকে করবেন।’

লোকসভা ভোটের আগে একশোদিনের কাজ, আবাসে বঞ্চনার অভিযোগে মুখ্যমন্ত্রীর ধরনা যে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না। ধর্না শেষ করে আগামী মঙ্গলবার দিল্লি সফরের কথা রয়েছে মমতার। সেখানে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেওয়ার কথা। তবে, দিল্লি গিয়েও গিয়ে বকেয়া ইস্যুতে সরব হন কিনা এখন সেটাই দেখার।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক